জগন্নাথপুর২৪ ডেস্ক:
ফিলিস্তিনের গাজা শহরের আল-কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। হাসপাতালের পরিচালক বাশার মুরাদকে এ নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর আল-জাজিরার
বাশার মুরাদ শুক্রবার ফোনে আল-জাজিরার প্রতিবেদককে বলেন, হাসপাতালটি তাৎক্ষণিক খালি করে দিতে ইসরায়েলি সেনাবাহিনী থেকে তিনি ফোন পেয়েছেন। সবাইকে উপত্যকার দক্ষিণে খান ইউনিসে পাঠাতে বলা হয়েছে।
বাশার মুরাদ বলেন, এই এলাকায় হামলা চালানো হবে বলে ইসরায়েলি সেনাবাহিনী এই নির্দেশ দিয়েছে।
তিনি বলেন, ‘আমাকে বলেন, যদি তুমি হাসপাতাল খালি না কর তাহলে পরিণতি ভোগ করতে হবে। এ কথা বলে ফোন রেখে দেন।’
বিদ্যুতের অভাবে আল-কুদস হাসপাতালের সব বিভাগের কার্যক্রম এখন চলছে না। তবে হাসপাতালটিতে প্রায় ১২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। বিশেষ করে বিমান হামলা চালিয়ে যাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তারা এখানে আশ্রয় নিয়েছেন।