জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: গাছের সঙ্গে বাসের ধাক্কায় পাঁচজন প্রাণ হারিয়েছে। মঙ্গলবার যশোর জেলার সদর উপজেলার সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে সাতমাইল এলাকায় একটি বাস আরেকটি বাসকে অতিক্রম করতে গেলে দুর্ঘটনায় পড়ে। বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলে তিনজন প্রাণ হারায়। আহত হয় অন্তত ২৫ জন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি খুলনা থেকে কুষ্টিয়া যাচ্ছিল।