জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মাগুরায় ছাত্রলীগের সংঘর্ষে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটিকে মায়ের কোলে দেয়া হয়েছে। জন্মের ১৪ দিন পর শিশুটিকে কোলে নিয়ে বুধবার প্রথম বুকের দুধ খাইয়েছেন মা।
শিশুটিকে কোলে নিয়ে প্রথম বুকের দুধ খাইয়ে নাজমা বেগম বলেন, ১৪ দিন প্রতীক্ষার অবসান আজ হল। আমি আমার সুরাইয়াকে কোলে নিয়ে বুকের দুধ খাওয়াতে পেরেছি।
এদিকে শিশুটির নাম রাখা হয়েছে সুরাইয়া। বুধবার দুপুরে শিশুটির বাবা বাচ্চু ভূঁইয়া এ নাম দেন। তিনি বলেন, আর নয় বুলেটকন্যা, শিশুটির নতুন নাম হল সুরাইয়া। আমার স্ত্রী নাজমা বেগমের সঙ্গে কথা বলে এ নাম ঠিক করেছি। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা নাম দিয়েছিলেন বুলেটকন্যা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ হাসিনা জানান, শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হওয়াতে দুপুরে মায়ের কোলে দেয়া হয়েছে। আগামী শনিবার শিশুটিকে স্পেশাল কেয়ার ইউনিট (এনআইসিও) থেকে সাধারণ ওয়ার্ডে দিতে পারব বলে আশা করি।