স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ পৌরসভার জননন্দিত দুইবারের মেয়র ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সুনামগ্জ সরকারি কলেজের সাবেক ভিপি গনমানুষের নেতা আলহাজ্ব আইয়ুব বখত জগলুল আজ সকালে ঢাকায় একটি হাসপাটালে ইন্তেকাল করেছেন। ইন্নালইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে হার্টের সমস্যায় তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে ঢাকায় পান্তপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু সংবাদ সুনামগঞ্জে এসে পৌঁছলে সুনামগঞ্জে নেমে আসে শোকের ছায়া। শীতের তীব্রতা উপেক্ষা করে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খবরের সত্যতা জানতে রাস্তায় নেমে পড়েন। শান্ত শহরে শোকের বাতাস বইতে শুরু করে। আইয়ুব বখত জনগলু সবার প্রিয় জগলু ভাই হিসেবে পরিচিত ছিলেন। স্বাধীনতার চেতনা আসাম্প্রাদিয়ক বাংলাদেশ ও বঙ্গবন্ধুর আর্দশের পতাকা ছোটবেলা থেকে বহন করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি সুনামগঞ্জে গণমানুষের নেতা হিসেবে বিশেষ ভুমিকা রাখেন। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে বিশাল শোডাউন তাঁর নেতৃত্বকে স্মরনীয় করে রাখবে সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে অনেকদিন। আওয়ামীলীগের দ্বিধাবিভক্তিতে ঈমানী ঐক্য গড়ে তুললেও তিনি তাঁর অবস্থান থেকে সরে না গিয়ে ব্যক্কিত্বের সুদৃঢ অবস্থানে ছিলেন। সুনামগঞ্জবাসীর অধিকার আদায়ে সুনামগঞ্জ সদর আসন সুনামগঞ্জ সদরের কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানান। তিনি নিজেও সুনামগঞ্জ সদর আসনের জনপ্রিয় সাংসদ প্রার্থী হিসেবে এবার জোর আলোচনায় ছিলেন। নিয়মিতর নির্মন পরিহাস তার আগেই তাকে চলে যেতে হল না ফেরার দেশে। একইভাবে সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মমিনুল মউজ উদ্দিন সড়ক দুর্ঘটনায় যেভাবে সুনামগঞ্জবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন। তাঁর শুন্যস্থান ধীরে ধীরে পূরণ করেছিলেন আমাদের সকলের প্রিয় গণমানুষের রাজনীতিবীদ বঙ্গবন্ধুর আর্দশের খাঁটি সৈনিক জগলু ভাই। তাঁর অকাল প্রয়াণে সুনামগঞ্জবাসী আবারও নেতৃত্ব শুন্যতায় পড়বে।
বিস্তারিত আসছে…..