জগন্নাথপুর২৪ ডেস্ক::
উত্তর আমেরিকার ছোট্ট শহর ফেয়ার হেভেনের নাগরিকদের ভালমন্দ দেখাশোনার কাজ করছে একটি ছাগল। ছাগল বললে অবশ্য তাকে অপমানই করা হয়। কারণ যে সে ছাগল নয়, ভারমন্টের ফেয়ার হেভেন শহরের গণভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া মেয়র।
গত মঙ্গলবার ফেয়ার হেভেনে এই মেয়র নির্বাচনের গণভোট হয়। মেয়র পদের জন্য প্রার্থী ছিল মোট ১৬ জন।
তারা অবশ্য কেউই মানুষ নন। ছাগল, কুকুর, বিড়ালের মতো পোষা প্রাণীদের মধ্যেই এই নির্বাচন হয়। শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল স্যামি নামে এক কুকুর। তাকে ৩ ভোটে হারিয়ে দেয় ওই ছাগলটি। নব নির্বাচিত মেয়রের নামটাও বেশ।
তার নাম রাখা হয়েছে লিঙ্কন।
২৫০০ লোকের বাস ভারমন্ট শহরে। এতদিন কোনও মেয়র ছিলনা সেখানে। টাউন ম্যানেজার হিসাবে একজন ছিলেন। তিনিই এতদিন শহরের দেখভাল করতেন। এবার থেকে আগামী এক বছরের জন্য এই ছাগলের হাতেই ভারমন্ট শহরের উন্নয়নের দায়িত্ব নির্ভর করছে।
Leave a Reply