যুক্তরাজ্য প্রতিনিধি::খেলাফত মজলিস বার্মিংহাম আস্টন শাখার পুনর্গঠন উপলক্ষে দারুস্ সুন্নাহ একাডেমিতে এক সভা অনুষ্ঠিত হয়। হাফিজ আনোয়ারুল হক এর সভাপতিত্বে এবং খেলাফত মজলিস বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক মাউলানা আ ফ ম সুয়াইবের পরিচালনায় অনুষ্টিত সভায় খেলাফত মজলিস বার্মিংহাম আস্টন শাখার ২৪ সদস্য বিশিষ্ট পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন হাফিজ অনোয়াারুল হক এবং সাধারণ সম্পাদক নাজমুল হক। এছাড়া অন্যান্যরা হলেন হলেন সহ-সভাপতি মাউলানা বাহার উদ্দিন ,আলহাজ্ব আব্দুস সুবহান ,যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন ও সালিকুর রহমান , বায়তুল মাল সম্পাদক মাউলানা ফয়েজ আহমেদ, প্রচার সম্পাদক হাফিজ আব্দুস সামাদ শাহেদ,সমাজ কল্যাণ সম্পাদক খলিলুর রহমান প্রমূখ। সভায় কমিটির পুনর্গঠন ও সভাপতির শপথ কার্যক্রম পরিচালনা করেন খেলাফত মজলিস বার্মিংহাম শাখার সভাপতি এনামুল হাসান সাবির।
এছাড়া বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মুফতি তাজুল ইসলাম,মিডল্যান্ডস শাখার সভাপতি কারী আব্দুল মুকিত আজাদ,বার্মিংহাম শাখার সহ-সভাপতি আলহাজ খসরু খান,আলহাজ আব্দুল অদুদ,মিডল্যান্ডস শাখার সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ, মাউলানা আব্দুল মতিন প্রমূখ।
Leave a Reply