স্টাফ রিপোর্টার-জগন্নাথপুর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেব বলেছেন,খেলাধুলার মাধ্যমে শারিরীক সুস্থতার পাশাপাশি তরুণ সমাজ নৈতিক অবক্ষয় থেকে রক্ষা পায়।তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চচ্চা অব্যাহত রাখতে হবে। তিনি গ্রামীণ জনপদে তরুণ প্রজন্মের মধ্যে এখনো খেলাধূলার চচ্চা অব্যাহত থাকায় তিনি তরুণদেরকে উৎসাহ দিতে সবার প্রতি আহ্বান জানান। শুক্রবার রাতে পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের মাঠে ব্যাটমিন্টন প্রতিযোগিতার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এলাকার সমাজকর্মী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রয়েল উদ্দিন এর সভাপতিত্বে
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম,পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল তাহিদ,জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক অমিত দেব, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, অনঙ্গ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সমাজসেবী ডাক্তার সেবক রঞ্জন দে বুলু প্রমুখ