স্পোর্টস ডেস্ক::
আন্দ্রে ফ্লেচারের ঝড়ো গতির ৭১ রানে ভর করে সিলেটের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে খুলনা। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৪২ রানের সংগ্রহ দাঁড় করায় সিলেট। জবাবে ১৪ ওভার দুই বলে এক উইকেট হারিয়ে ১৪৪ রান করে খুলনা।
ব্যাট করতে নেমে শুরুটা যাচ্ছেতাই ছিল সিলেটের।
ইনিংসের তৃতীয় ওভারে সৈয়দ খালেদ আহমেদের বলে সাজঘরে ফিরে যান ১০ বলে ৪ রান করা এনামুল হক বিজয়। আরেক ওভারে লেন্ডল সিমন্স আউট হন সপ্তম ওভারে। তিনি ৬ রান করতে খেলেন ১৯টি বল।
ইনিংসের নবম ওভারের প্রথম বলে আরেক বিদেশি কলিন ইনগ্রামকে প্যালিভিয়নে ফেরত পাঠান নাবিল সামাদ।
এ দুজনের জুটিতে ৮.২ ওভারে ৬৮ রান পায় সিলেট। দলকে একশ রান পার করিয়ে ইনিংসের ১৭তম ওভারে আউট হন ৩০ বলে ৩৪ রান করা সৈকত।
দলের ইনিংসের একদম শেষ বলে প্রথম স্ট্রাইক পেয়েই ছক্কা হাঁকান নাদিফ চৌধুরী। যার সুবাদে ১৪০ পেরোয় সিলেটের সংগ্রহ।
খুলনার পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ২ উইকেট নেন খালেদ। এছাড়া কামরুল রাব্বি, নাবিল সামাদ ও সৌম্য সরকারের শিকার ১টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে খুলনা। আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার ও থিসারা পেরেরার ঝড়ো গতির ব্যাটিংয়ে একরকম উড়িয়ে যায় সিলেট। ৩১ বলে ৪৩ রান করে আউট হন সৌম্য। ফ্লেচার ৪৭ বলে ৭১ রান এবং পেরেরা ৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। সিলেটের পক্ষে একমাত্র উইকেটটি পান নাজমুল ইসলাম।