Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

খুনিরা প্রকাশ্যে, ‘নিরপরাধ’ নুরুন্নবী ধুঁকছে কারাগারে

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ছেলেবেলায় মা-বাবা হারিয়েছিলেন মো. রুবেল (২২)। এরপর খালা ললিতা খাতুনের কাছেই তার বেড়ে ওঠা। খেলাধুলার একমাত্র সঙ্গী ছিলেন খালাতো ভাই মো. সোহেল ওরফে নুরুন্নবী (৩০)। ছোট বোন চম্পা আক্তারকে এক সময় রুবেলের সঙ্গে বিয়ে দেন নুরুন্নবী। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় রিকশা চালিয়ে কোনোরকমে চলছিল রুবেল ও নুরুন্নবীর সংসার। একটু ভালো থাকার আশায় গত বছরের ১ সেপ্টেম্বর মোহাম্মদপুরের ডিশ ব্যবসায়ী নাসির উদ্দিন মামুনের মানিকগঞ্জের ‘আমেনা হ্যাচারি ও ইটভাটা’য় কেয়ারটেকারের কাজ করতে যান রুবেল। পুটাইল ইউনিয়নের কৈতরা এলাকার ওই হ্যাচারিতে ২৩ সেপ্টেম্বর লাশ মেলে রুবেলের। আর লাশ পাওয়ার পর থেকেই বোনের স্বামীকে হত্যার অভিযোগে কারাগারে নুরুন্নবী।
লাশ উদ্ধারের পরের দিন মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা হয়। আর মামলা হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ২৫ সেপ্টেম্বর নুরুন্নবীর বিরুদ্ধে ‘ঝড়ের গতিতে’ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যেই মানিকগঞ্জের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরুন্নবী। তবে রহস্যঘেরা এই হত্যাকা-ের অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দৈনিক আমাদের সময়-এর অনুসন্ধানে।

নিহত রুবেলের স্ত্রী (হত্যা মামলার বাদী) ও আসামি নুরুন্নবীর মায়ের অভিযোগ, ওই হ্যাচারিতে আগেও কয়েকটি হত্যাকণ্ড ঘটেছে। বছর কয়েক আগে ভোররাতে ওই হ্যাচারির পুকুরে মেলে ৩ বছরের এক শিশুর লাশ। তারও কয়েক বছর আগে একই হ্যাচারিতে পুড়ে অঙ্গার হয় এক নারী।

রুবেলের স্ত্রী ও নুরুন্নবীর মায়ের ভাষ্য, রুবেলের মৃত্যুর দিন হ্যাচারির সব সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। রুবেলের মৃত্যুর খবর পেয়ে সেই রাতেই মোহাম্মদপুর থেকে ব্যবসায়ী মামুনের কথিত শ্যালক শামীম তার মাইক্রোবাসে করে রুবেলের শাশুড়ি ললিতা খাতুনকে নিয়ে যাচ্ছিলেন মানিকগঞ্জ। কিন্তু পুলিশের বরাতে রুবেল জীবিত আছে শুনে গভীররাতে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হয় ললিতা খাতুনকে। পরে তিনি শেষরাতের দিকে যান মানিকগঞ্জ থানায়। সেখানে জামাতার লাশ দেখতে না দিয়ে একটি কক্ষে তিন দিন তাকে আটকে রাখা হয়। পরিবারের কাউকেই ললিতা খাতুনের সঙ্গে দেখা কিংবা কথা বলতে দেওয়া হয়নি। পানি কিংবা খাবারও দেয়নি পুলিশ। জীবন বাঁচাতে বাথরুমে গিয়ে কলের পানি খেতেন তিনি। এর মধ্যে রুবেলের লাশ গ্রহণের কথা বলে পুলিশের মনগড়া এজাহারে সই নেওয়া হয় বাদী চম্পা আক্তারের।

ভুক্তভোগীদের অভিযোগ, থানায় আটকে রেখে নানা হুমকি দিয়ে নুরুন্নবীর বিরুদ্ধে বক্তব্য দিতে ললিতা খাতুনকে পুলিশ ও মামুনের লোকজন বাধ্য করেছেন। কিন্তু নুরুন্নবীকে বেধড়ক পিটিয়ে এবং রুবেলের জামা-কাপড় পরিয়ে তাকে থানার সামনে মুখোশ পরা যে চার যুবক ফেলে গিয়েছিলেন, তাদের কাউকেই গ্রেপ্তারের চেষ্টা করেনি পুলিশ।

চার্জশিটে বলা হয়েছে- রুবেল ও নুরুন্নবীর আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার রাতে নুরুন্নবীকে নিহত বলাৎকার করতে যায়। তখন বাঁচার জন্য বোনের স্বামীকে কুপিয়ে হত্যা করে নুরুন্নবী। এরপর অনুশোচনা হলে থানায় আত্মসমর্পণ করেন নুরুন্নবী। এ হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের শনাক্তে পিবিআইর তদন্ত দাবি করেছেন চম্পা আক্তার ও ললিতা খাতুন।

অভিযোগ ভিত্তিহীন দাবি করে মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার এসআই মো. মাসুদুর রহমান গতকাল আমাদের সময়কে বলেন, রুবেল হত্যা মামলায় নিয়ম মেনেই চার্জশিট দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে আর কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। আসামি নুরুন্নবী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

ব্যবসায়ী নাসির উদ্দিন মামুনের মোবাইল ফোনে গতকাল একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। অভিযোগের বিষয়ে জানতে তার মোবাইল ফোনে ম্যাসেজ পাঠানো হলেও জবাব দেননি তিনি।

ললিতা খাতুনকে গভীর রাতে রাস্তায় নামিয়ে দেওয়ার বিষয়ে ব্যবসায়ী মামুনের কথিত শ্যালক শামীম বলেন, ‘আমি রেন্ট এ কারের ব্যবসা করি। কবে কে বা কাকে কোথায় নিয়ে গেছি, তা মনে নেই। কাউকে কোথাও নিয়ে গেলে কী অপরাধী হয় নাকি?’

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক বলেন, পুলিশ অল্প সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করতে পারে। এ ক্ষেত্রে আইনি বাধা নেই। তবে নিহতের পরিবারের অভিযোগ থাকা সত্ত্বেও রাতের আঁধারে ঘটে যাওয়া একটি হত্যাকা-ের ঘটনায় এত অল্প সময়ের মধ্যে অভিযোগপত্র দেওয়ার বিষয়টি প্রশ্নেরও জন্ম দেয়।

কারাবন্দি নুরুন্নবীর বরাত দিয়ে ললিতা খাতুন বলেন, গত বছর রুবেলকে ওই হ্যাচারিতে চাকরির প্রলোভন দেখায় শামীম। বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ জানান তিনি। একদিন কাজ করার পর স্থানীয়দের মাধ্যমে রুবেল জানতে পারেন, ওই হ্যাচারিতে নানা অপকর্ম হয়। এসব অপকর্মের প্রতিবাদ করলে অমানুষিক নির্যাতন করা হয়। এই কারণে মামুনের হ্যাচারিতে কয়েকদিনের বেশি কেউ কাজ করতে পারেন না। হ্যাচারি মালিকের টাকার কাছে স্থানীয় পুলিশ ও জনপ্রতিনিধিরাও জিম্মি। আমার জামাতা এসব তথ্য জানতে পেরে কাজ ছেড়ে দেওয়ার কথা জানায় শামীমকে। এতে ক্ষিপ্ত হয়ে যায় মামুন। তিনি তার লোকজনকে নির্দেশ দেন, হ্যাচারি থেকে রুবেল যেন বের হতে না পারে। অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে রুবেল ঘটনার কয়েকদিন আগে স্ত্রী ও সন্তানদের বাড়ি পাঠিয়ে দেন। এদিকে রুবেলের বিপদের কথা জানতে পেরে ঘটনার কয়েকদিন আগেই নুরুন্নবী ওই হ্যাচারিতে যান।

ললিতা খাতুন বলেন, ২৩ সেপ্টেম্বর রাতে রুবেল ও নুরুন্নবী রান্না করছিল। ওই সময় মাস্ক পরা চার ব্যক্তি এসে মামুন সাহেবের নাম বলে জানায়- ইটভাটায় ট্রাক আসছে, সেখানে ইট দিতে হবে। রুবেল যাওয়ার জন্য বাইরে এলে মুখোশধারীরা জানায়, নুরুন্নবীকে ট্রাকের কাছে যেতে হবে। কিন্তু বাইরে গিয়ে ট্রাক দেখতে না পেয়ে নুরুন্নবী ফিরে এসে দেখে মুখোশধারীদের একজনের হাতে রক্তমাখা রামদা। অন্যদের শরীরেও রক্ত। একপর্যায়ে তারা নুরুন্নবীকে বেধড়ক পেটাতে থাকে। তার হাতে ধরিয়ে দেওয়া হয় সেই রামদা, পরিয়ে দেওয়া হয় মৃত রুবেলের জামা-কাপড়। এই জামার পকেটে ৩০ হাজার টাকাও গুঁজে দেয় তারা। একপর্যায়ে রুবেল হত্যাকা-ের বিষয়ে দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি না দিলে নুরুন্নবীসহ মোহাম্মদপুরে থাকা আমাদের পরিবারের সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। প্রাণ বাঁচাতে তাদের কথায় রাজি হয় আমার ছেলে। এরপর একটি সিএনজি অটোরিকশায় করে মানিকগঞ্জ সদর থানার সামনে নুরুন্নবীকে নামিয়ে দিয়ে যায় ওই চারজন। এরপর তাকে পুলিশ আটক করে। পরে নুরুন্নবীকে নির্যাতন করে রুবেল হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় এবং আদালতে একই বয়ান না দিলে আমার পরিবারের সবাইকে হত্যার হুমকি দেওয়া হয়।

মামলার বাদী চম্পা আক্তার বলেন, পুলিশ আমার স্বামীর লাশ নেওয়ার জন্য কয়েকটি কাগজে স্বাক্ষর করতে বলে। পরে রুবেল হত্যার বিষয়ে মামলা করতে গেলে জানতে পারি, মামলা আগেই হয়ে গেছে। তিনি বলেন, মামলার এজাহারে পুলিশ যা বলেছে, তার সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই। আমার ধারণা, পুলিশ ডিশ ব্যবসায়ী মামুনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে রুবেল হত্যার দায় আমার ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছে।
সৌজন্যে আমাদের সময়

Exit mobile version