1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
খালেদা জিয়ার বক্তব্যে নির্লজ্জ মিথ্যাচার- হানিফ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
“গণদাবি পরিষদ দক্ষিণ জগন্নাথপুর” নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মানুষের গোটা জীবনই পরীক্ষাস্বরূপ বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান কে রাষ্ট্রীয় মর্যাদা শেষে নিজ বাড়িতে দাফন  গাজার পাশে বাংলাদেশ/ জনতার মহাসমুদ্র জগন্নাথপুরে টমটম চালকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন নলুয়া হাওরে ফসলরক্ষা বাঁধে মাটির বস্তা-বাঁশের আড়ের পরিবর্তে জিওব্যাগ, শঙ্কিত কৃষকরা জগন্নাথপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত সংরক্ষণের ল্যাবরেটরি ফ্রিজের জন্য লিখিত আবেদন জগন্নাথপুরের বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান আর নেই বাদএশা জানাযা কাবাঘর ভাঙতে এসে যেভাবে ধ্বংস হয়েছিল দুর্ধর্ষ হস্তী বাহিনী

খালেদা জিয়ার বক্তব্যে নির্লজ্জ মিথ্যাচার- হানিফ

  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়া তার বক্তব্যে নির্লজ্জ মিথ্যাচার করেছেন। হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির জন্ম। এখনো তারা মিথ্যাচার করছে। শুক্রবার বিকিলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সহিংসতাকারীদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। এখন দেশে যা হচ্ছে তা কোনো রাজনৈতিক সংকট নয়। কিছু সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে। বেগম জিয়া গত ৬৭ দিন যে নাশকতা চালিয়েছেন, এর দায়ভার তিনি কোনোভাবেই এড়াতে পারেন না।’এ জন্য খালেদা জিয়া ও তার দলের নেতা-কর্মীদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ‘বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ প্রত্যাখ্যান করে তাদের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রেখেছে।’ গত ৫ জানুয়ারি দশম সংসদের বর্ষপূর্তির দিন রাজধানীতে সমাবেশ করতে না পেরে তার কার্যালয়ে ‘অবরুদ্ধ’ থেকেই লাগাতার অবরোধের ডাক দেন খালেদা জিয়া। ৩ জানুয়ারি রাত থেকেই ওই কার্যালয়ে রয়েছেন তিনি। এরপর দফায় দফায় দেশজুড়ে হরতালও ডাকে ২০ দলীয় জোট।
গত ১৯ জানুয়ারি এই কার্যালয়েই খালেদা জিয়া সংবাদ সম্মেলনে এসেছিলেন। এরপর একাধিকবার দলের শীর্ষ নেতাদের মাধ্যমে বিবৃতি পাঠালেও তিনি সাংবাদিকদের সামনে আসেননি। অবশেষে শুক্রবার সংবাদ সম্মেলনে এসে খালেদা জিয়া আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com