জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বাকি ২৬ আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২১ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।
এদিকে, দারুসসালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা অপর মামলায় খালেদা জিয়াসহ ২৬ জনের বিরুদ্ধে দাখিল করা চার্জশিট ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট এমদাদুল হক দায়রা জজ আদালতে বদলির নির্দেশ দেন। গত ২৫ মে মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক চার্জশিট দাখিল করেন। সূত্রঃ দৈনিক সমকাল
Leave a Reply