সিলেট প্রতিনিধি:: চিকিৎসাধীন খাদিজার বাড়িতে হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান সহ নেতৃবন্দ
বর্বর বদরুল আলমের চাপাতির আঘাতে গুরুতর আহত হওয়া সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের পরিবারকে সমবেদনা জানিয়েছেন হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন খান সহ সংস্থার নেতৃবৃন্দ। গতকাল বিকেলে হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর নেতৃবৃন্দ খাদিজার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের খোজ খবর নেন এবং ধৈর্য্য ধরার পরামর্শ দেন। এছাড়া খাদিজার ব্যাপারে হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ সবসময় তার পরিবারকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন খান, সংস্থার যুগ্ম মহাসচিব এমদাদুর রহমান, যাদু শিল্পী মোঃ বেলাল উদ্দিন, সংস্থার সংস্কৃতি সম্পাদক ও বিশিষ্ট কণ্ঠশিল্পী তুহিন আহমদ, মানবাধিকার কর্মী শাহেদা বেগম প্রমুখ।