বনি ইসরাঈলের প্রতি মিসরের সম্রাট ও মিসরীয় জাতির নেতাদের আচরণ ছিল অমানবিক। সম্রাট রাজকীয় ফরমান জারি করেছিল যে বনি ইসরাঈলীয় ঘরে কোনো পুত্রসন্তানের জন্ম নিলে তাকে তত্ক্ষণাৎ মেরে ফেলতে হবে। তারা বনি ইসরাঈলের নারীদের দাসী বানিয়ে ব্যবহার করত।
মহান আল্লাহ বলেন, ‘স্মরণ করো, মুসা তার জাতিকে বলেছিল, তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তিনি তোমাদের রক্ষা করেছিলেন ফেরাউন পরিবারের কবল থেকে, যারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত, তোমাদের পুত্রদের খুন করত আর তোমাদের নারীদের (দাসী বানিয়ে) জীবিত রাখত।
এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক মহাপরীক্ষা।’ (সুরা : ইবরাহিম, আয়াত : ৬)
মুসা (আ.) নবুয়ত লাভের পর যেসব মানুষ ঈমান আনে, ফেরাউনের পারিষদবর্গ তাদের ওপরও হামলে পড়ে। নির্যাতন-নিপীড়নের এমন কোনো পন্থা নেই, যা তারা ঈমানদারদের ওপর প্রয়োগ করেনি। অবশেষে আল্লাহর হুকুমে ফেরাউন ও তার পারিষদবর্গ সাগরে ডুবে মরে।
একটু ক্ষমতা পেলে মানুষ ক্ষমতার অপব্যবহার করে।
রাষ্ট্রক্ষমতাও মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ।
কিন্তু ভুলে গেলে চলবে না যে ক্ষমতার অপব্যবহার জালিমকে মজলুমে পরিণত করতে পারে। মহান আল্লাহ বলেন, ‘এবং আমি কিতাবে (তাওরাতে) ওহির মাধ্যমে বনি ইসরাঈলকে জানিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় ঔদ্ধত্যকারী হবে। অতঃপর যখন এই উভয়ের মধ্যে প্রথম ওয়াদা এলো, তখন আমি তোমাদের ওপর আমার কিছু বান্দা পাঠালাম, যারা কঠোর যুদ্ধবাজ। অতঃপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালাল। আর এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। তারপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য পালা ঘুরিয়ে দিলাম, ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে তোমাদের মদদ করলাম এবং জনবলে তোমাদের সংখ্যাধিক্যে পরিণত করলাম। তোমরা ভালো কাজ করলে নিজেদের কল্যাণের জন্যই তা করবে, আর যদি তোমরা মন্দ কাজ করো, তা-ও করবে নিজেদেরই জন্য। অতঃপর যখন দ্বিতীয় প্রতিশ্রুতি পূরণের সময় এলো, (তখন আমি তোমাদের শত্রুদের শক্তি দিলাম) যেন তারা তোমাদের চেহারা বিকৃত করে দেয়, আর মসজিদে (আকসায়) ঢুকে পড়ে যেভাবে তারা সেখানে প্রথমবার ঢুকে পড়েছিল, আর তাদের সম্মুখে যা পড়ে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। আশা করা যায়, তোমাদের রব তোমাদের ওপর রহম করবেন। কিন্তু তোমরা যদি পুনরায় করো, তাহলে আমিও পুনরায় করব। আর আমি জাহান্নামকে করেছি কাফিরদের জন্য কয়েদখানা।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৪-৮)।
সৌজন্যে কালের কণ্ঠ