নবীগঞ্জ সংবাদদাতা-জগন্নাথপুর উপজেলার সীমান্তবতী উপজেলা নবীগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর ঘুষিতে সোহান মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহান নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর গ্রামের তজমুল আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সোহান মিয়া ও একই গ্রামের কছিম উল্লাহর ছেলে স্বপন মিয়া সহপাঠীদের নিয়ে স্থানীয় এক মাঠে ক্রিকেট খেলার আয়োজন করে। এ সময় খেলার তারিখও নির্ধারণ করে তারা। কিন্তু সোহান তার ব্যক্তিগত অসুবিধার কারণে খেলার তারিখ পরিবর্তন করতে বলে বন্ধু স্বপনকে। এ নিয়ে স্বপনের সঙ্গে সোহানের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বপন উত্তেজিত হয়ে সোহানকে ঘুষি দিলে সে মাঠিতে লুটিয়ে পড়ে।পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply