জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি (২১৭) হাঁকিয়ে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে চলে এসেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে ২৩ নম্বরে জায়াগা করে নিয়েছেন টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক সাকিব। সাকিবের রেটিং পয়েন্ট ৬৫৯।
একই ম্যাচে ১৫৯ রাবের ইনিংস খেলে ১০ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে রয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচে সাকিবের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে দেশের পক্ষে সর্বোচ্চ ৩৫৯ রানের রেকর্ড জুটি গড়া মুশফিকের রেটিং পয়েন্ট ৫৭২।
বাংলাদেশিদের মধ্যে ব্যাটিং র্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে অবশ্য ওপেনার তামিম ইকবাল। সদ্য সমাপ্ত ওয়েলিংটন টেস্টে হাফসেঞ্চুরি করার সুবাদে দুই ধাপ এগিয়ে ৬৬৬ পয়েন্ট নিয়ে তালিকার ২০ নম্বরে আছেন বাঁহাতি এ ওপেনার। এক ধাপ এগিয়ে ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ২৮তম স্থানে আছেন ম্যাচের আরেক হাফ সেঞ্চুরিয়ান মমিনুল। বোলিং র্যাংকিংয়ে আগের অবস্থান ধরে রেখেছেন সাকিব (১৫তম)। আর টেস্ট অলরাউন্ডারদের তালিকায় তিনি আছেন দ্বিতীয় অবস্থানে।
আইসিসি টিম র্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি। ওয়েলিংটন টেস্টে বাংলাদেশ হারলেও কোনো পয়েন্ট খোয়ায়নি টাইগাররা। ম্যাচ জেতা নিউজিল্যান্ডও পায়নি কোনো পয়েন্ট।
আইসিসি টিম র্যাংকিং:
১. ভারত ১২০
২. অস্ট্রেলিয়া ১০৯
৩. দক্ষিণ আফ্রিকা ১০৭ (+৪)
৪. ইংল্যান্ড ১০১
৫. পাকিস্তান ৯৭
৬. নিউজিল্যান্ড ৯৬
৭. শ্রীলঙ্কা ৯২ (-৪)
৮. ওয়েস্ট ইন্ডিজ ৬৯
৯. বাংলাদেশ ৬৫
১০. জিম্বাবুয়ে ৫
আইসিসি শীর্ষ টেস্ট ব্যাটসম্যান র্যাংকিং:
১. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
২. বিরাট কোহলি (ভারত)
৩. জো রুট (ইংল্যান্ড)
৪. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
৫. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
৬. হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
৭. আজহার আলী (পাকিস্তান)
৮.ইউনুস খান (পাকিস্তান)
৯.কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
১০.এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
আইসিসি শীর্ষ টেস্ট বোলার র্যাংকিং:
১. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
২. রবীন্দ্র জাদেজা (ভারত)
৩. জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)
৪. রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)
৫. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
৬. ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
৭. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
৮. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)
৯. ভারনন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা)
১০. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
আইসিসি শীর্ষ টেস্ট অলরাউন্ডার র্যাংকিং:
১. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)
৩. রবীন্দ্র জাদেজা (ভারত)
৪. বেন স্টোকস (ইংল্যান্ড)
৫. মঈন আলী (ইংল্যান্ড)
Leave a Reply