Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ক্যান্সারে আক্রান্ত জগন্নাথপুরের আলা মিয়া বাঁচতে চান

স্টাফ রিপোর্টার::

আমি বাঁচতে চাই, আমাকে সাহায্য করুন’—
 বাঁচার জন্য বিত্তশালীদের দ্বারে দ্বারে এমন করুণ আকুতি জানিচ্ছেন প্রাণঘাতী কার্সিনোমা ক্যান্সারে আক্রান্ত ষাটোর্ধ আলা মিয়া (আলাই)।  তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাড়ী জগন্নাথপুর এলাকার বাসিন্দা।
তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন দুই-তিন লাখ টাকা। যা তাঁর একার পক্ষে বহন করা সম্ভব নয়।
তিনি টানা ৩০ বছর ধরে টিউবওয়েল মিস্ত্রির কাজ করে আসছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ওই মিস্ত্রি গত দুই বছর ধরে প্রাণঘাতী কার্সিনোমা ক্যান্সারে রোগে ভুগছেন। বাঁচার জন্য সাহায্য পেতে যাচ্ছেন বিত্তশালীদের কাছে। ষাটোর্ধ আলা মিয়া বলেন, টিউবওয়েল মিস্ত্রির কাজ করে ২ ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখেই ছিলাম। মেয়ের বিয়ে দিয়েছি; ছেলেদেরও বিয়ে করিয়েছি। ছেলেরা এখন আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে! বর্তমানে স্ত্রী ও মা-বাবা মরা এক ভাগনিকে নিয়ে আমার সংসার। অসুস্থতার কারণে এখন আর কাজ করতে পারি না। চিকিৎসকরা বলেছেন থেরাপি লাগবে। যার জন্য দুই-তিন লাখ টাকার প্রয়োজন। চিকিৎসার খরচ তো দূরের কথা; এখন তো সংসারের খরচও যোগাতে পারছি না। তাই সবার কাছে সাহায্যের আবেদন করছি। আমি সুস্থভাবে বাঁচতে চাই। সাহায্য পাঠাতে যোগাযোগ করুন: ০১৭৫৪ ৯৫৮৭৩৬ আলা মিয়া আলাই।
Exit mobile version