Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কোহলিকে নিয়ে যা লিখলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক::

নতুন এক মাইলফলক গড়লেন বিরাট কোহলির। এ ভারতীয় তারকা ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নেমেছেন আজ।

কোহলির এই অনন্য কীর্তিতে তাকে শুভেচ্ছা জানানে কার্পণ্য করলেন না মুশফিকুর রহিম।

কোহলির এই ঐতিহাসিক দিনে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় দলের অন্যতম তারকা।

 

মি. ডিপেন্ডেবল লেখেন, ‘শততম টেস্ট ম্যাচ খেলতে নামায় বিরাট কোহলিকে অভিনন্দন। নিশ্চয়ই বিশেষ অনুভূতি কাজ করছে, কারণ ১০০ টেস্ট খেলা সহজ কোনো কাজ নয়। আমাদের সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের প্রতি শুভকামনা।’

২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের ২৭তম টেস্ট শতকে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেঞ্চুরি সংখ্যা ৭০-এ নিয়ে যান বিরাট কোহলি। সেঞ্চুরির সেঞ্চুরি তখন সময়ের ব্যাপার বলে ধরে নিয়েছিলেন অনেকে।

কিন্তু ২৭ মাস পেরিয়ে যাওয়ার পরও কোহলি আটকে আছেন সেই ৭০-এ। দীর্ঘ সেঞ্চুরি খরার এই কঠিন সময়ে একে একে ভারতের তিন সংস্করণের নেতৃত্বই হারিয়েছেন অথবা ছেড়ে দিতে হয়েছে তাকে। দলে জায়গা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দুঃসময় পেছনে ফেলে কোহলি আবার কবে তিন অঙ্কের দেখা পাবেন, তা সময়ই বলে দেবে।

 

 

Exit mobile version