Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ : ‘সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। মনে হচ্ছিল তারা যেন মৃত্যুর দিকে চালিত হচ্ছে আর তারা যেমন তা প্রত্যক্ষ করছে। স্মরণ করো, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন যে দুই দলের একদল তোমাদের অধীন হবে। অথচ তোমরা চাচ্ছিলে নিরস্ত্র দলটি তোমাদের অধীন হোক।

…এটা এ জন্য যে তিনি সত্যকে সত্য ও অসত্যকে অসত্য প্রতিপন্ন করেন, যদিও অপরাধীরা তা পছন্দ করে না।’ (সুরা : আনফাল, আয়াত : ৬-৮)
আয়াতগুলোতে দ্বিনের নিঃসংকোচ আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে।

 

শিক্ষা ও বিধান

১. দ্বিনের ব্যাপারে আত্মত্যাগের প্রশ্ন এলে মুনাফিক ও রোগাক্রান্ত অন্তরের অধিকারীরা অজুহাত ও অবকাশ খুঁজতে থাকে।
২. দ্বিনি কাজের আহ্বান মানুষের অন্তরের ব্যাধি প্রকাশ করে দেয়।

কেননা তখন তারা তাদের মনোভাব গোপন করতে পারে না।
৩. আল্লাহ কখনো কখনো সত্যের বিজয় চূড়ান্ত করতে মুসলমানদের পথ কঠিন করে দেন। সত্যের বিজয় চূড়ান্ত কল্যাণ নিশ্চিত করে। (জাদুল মাসির : ৩/৩২৩)
৪. সত্য তথা ইসলামের বিজয়ের মাধ্যমেই কেবল অন্যায় ও জুলুমের অবসান ঘটতে পারে।
কেননা ইসলাম কোনো কায়েমি স্বার্থের পক্ষে কাজ করে না।
৫. অস্পষ্ট ও সংশয়পূর্ণ বিষয় স্পষ্ট করতে বিতর্ক হতে পারে। স্পষ্ট বিষয় নিয়ে বিতর্ক করা অসুস্থ হৃদয়ের প্রমাণ।
(তাফসিরে সাদি, পৃষ্ঠা ৩১৬)
Exit mobile version