আয়াতের অর্থ : ‘সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। মনে হচ্ছিল তারা যেন মৃত্যুর দিকে চালিত হচ্ছে আর তারা যেমন তা প্রত্যক্ষ করছে। স্মরণ করো, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন যে দুই দলের একদল তোমাদের অধীন হবে। অথচ তোমরা চাচ্ছিলে নিরস্ত্র দলটি তোমাদের অধীন হোক।
…এটা এ জন্য যে তিনি সত্যকে সত্য ও অসত্যকে অসত্য প্রতিপন্ন করেন, যদিও অপরাধীরা তা পছন্দ করে না।’ (সুরা : আনফাল, আয়াত : ৬-৮)
আয়াতগুলোতে দ্বিনের নিঃসংকোচ আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা ও বিধান
১. দ্বিনের ব্যাপারে আত্মত্যাগের প্রশ্ন এলে মুনাফিক ও রোগাক্রান্ত অন্তরের অধিকারীরা অজুহাত ও অবকাশ খুঁজতে থাকে।
২. দ্বিনি কাজের আহ্বান মানুষের অন্তরের ব্যাধি প্রকাশ করে দেয়।