Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ : ‘এবং যারা মুত্তাকি ছিল তাদেরকে বলা হবে, তোমাদের প্রতিপালক কী অবতীর্ণ করেছিলেন? তারা বলবে, মহাকল্যাণ। যারা সৎকাজ করে তাদের জন্য আছে এই দুনিয়ায় মঙ্গল ও পরকালের আবাস আরো উত্কৃষ্ট এবং মুত্তাকিদের আবাসস্থল কত উত্তম!’

(সুরা : নাহল, আয়াত : ৩০)

আয়াতে মুমিনের দ্বিন পালনের প্রশংসা করা হয়েছে এবং তাদের জন্য ইহকালীন ও পরকালীন পুরস্কার ঘোষণা করা হয়েছে।

 

শিক্ষা ও বিধান

১. মক্কার ভেতর যখন দ্বিনের দাওয়াত দেওয়া কঠিন হয়ে যায়, তখন সাহাবায়ে কিরাম (রা.) মক্কার বাইরে রাখালের বেশে ঘুরতেন, যেন পথচারী ও ভিনদেশিদের আলাপচারিতার ছলে দাওয়াত দেওয়া যায়।

২. একই বিষয় দৃষ্টিভঙ্গির কারণে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপিত হতে পারে।

যেমন অবিশ্বাসীরা কোরআনকে পূর্বসূরি উপকথা এবং মুমিনরা তাকে মহাকল্যাণ বলেছিল। মানুষের দায়িত্ব সত্য খুঁজে নেওয়া।

 

৩. কোরআন তথা দ্বিন ও শরিয়তই মহাকল্যাণ। কেননা তা মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণ নিশ্চিত করে।

৪. আয়াত দ্বারা প্রমাণিত হয়, মুমিনের জন্য পার্থিব জীবনে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য কামনা করা ঈমানের পরিপন্থী নয়।

৫. প্রাজ্ঞ আলেমরা বলেন, পার্থিব জীবনে মুমিন এতটুকু সচ্ছলতা অর্জন করবে, যেন সে অভাবের কারণে অবিশ্বাসী ও দ্বিনবিরোধী মানুষের ফিতনার শিকার না হয়। (তাফসিরে শারভি, পৃষ্ঠা-৭৮৮২)

সৌজন্যে কালের কণ্ঠ

 

 

Exit mobile version