Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ : ‘মুসাকে আমি তো আমার নিদর্শনসহ প্রেরণ করেছিলাম এবং বলেছিলাম, তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসো এবং তাদেরকে আল্লাহর দিবসগুলোর দ্বারা উপদেশ দাও। এতে তো নিদর্শন রয়েছে প্রত্যেক পরম ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য।’ (সুরা : ইবরাহিম, আয়াত : ৫)

আয়াতে ধর্মীয় বক্তৃতা ও ওয়াজের বিধান বর্ণনা করা হয়েছে।

শিক্ষা ও বিধান

১. মানুষকে আল্লাহর পথে আনার একটি মাধ্যম হলো তাদের প্রতি আল্লাহর অনুগ্রহগুলো স্মরণ করিয়ে দেওয়া।

২. রাসুলুল্লাহ (সা.) ‘আল্লাহর দিবসগুলো’ বাক্যের ব্যাখ্যায় বলেন, আল্লাহ প্রদত্ত অনুগ্রহ ও বিপদরূপী পরীক্ষা।

৩. আয়াত দ্বারা ওয়াজ ও ধর্মীয় বক্তৃতার বৈধতা প্রমাণিত হয়। কেননা এতে মন নরম হয় এবং ঈমান বৃদ্ধি পায়।

৪. ওয়াজ বৈধ হওয়ার শর্ত হলো তা শিরক, বিদআত, বিভ্রান্তি, মনগড়া কথা ও সংশয় থেকে মুক্ত হবে।
কোরআন, হাদিস ও পূর্বসূরিদের শরিয়তসম্মত উক্তি দ্বারা মানুষকে উপদেশ দেওয়া উত্তম।

 

৫. রাসুলুল্লাহ (সা.) বলেন, ঈমান দুই ভাগে বিভক্ত : অর্ধেক সবর আর অর্ধেক শোকর। কাতাদা (রা.) বলেন, সেই আল্লাহর প্রকৃত বান্দা যে পেলে শোকর করে আর পরীক্ষায় পড়লে ধৈর্য ধরে। (তাফসিরে কুরতুবি : ১২/১০৭)

সৌজন্যে কালের কণ্ঠ

Exit mobile version