মহান আল্লাহ বলেন, ‘তিনি (আল্লাহর নবী) বললেন, হে আমার রব, আমাকে সাহায্য করুন। কারণ তারা আমাকে মিথ্যারোপ করেছে। আল্লাহ বললেন, শিগগিরই তারা অনুতপ্ত হবে। এরপর সত্যিই এক বিরাট আওয়াজ তাদের পেয়ে বসে।
ফলে আমরা তাদের আবর্জনার মতো করে ফেলি। জালেম সম্প্রদায়ের জন্য রইল ধ্বংস।’ (সুরা মুমিনুন, আয়াত : ৩৯-৪১)
মুফাসসিরদের মতে, বিকট আওয়াজে ধ্বংস হওয়া ওই জাতি ছিল সামুদ জাতি।
সৌজন্যে কালের কণ্ঠ