স্পোর্টস ডেস্ক::
আর্জেন্টিনাও দারুণ খেলেছে তাদের ম্যাচে। লিওনেল মেসির জাদুতে অস্ট্রেলিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা।
কোয়ার্টারে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপে এ নেদারল্যান্ডসকে সেমিফাইনালে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল মেসিরা।
যেখানে তাদের ত্রাতা হয়েছিলেন গোলরক্ষক রোমেরো। এবারও এমন কেউ ত্রাতা হয়ে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তোলেন কি না, সেটিই দেখার বিষয়। আগামী ৯ ডিসেম্বর রাতে মুখোমুখি হবে তারা।