জগন্নাথপুর টুয়েন্টিফোর স্পোর্টস ডেস্ক:
কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী বিশেষ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চিলি। আগামী রবিবার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে চিলি।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে খেলা শুরুর প্রথম ভাগে চার্লস আরানগুয়েজ, ফুয়েনজালিদার করা দুটি গোলে এগিয়ে থাকে চিলি।
মাত্র ৭ মিনিটের মাথায় চিলির মিডফিল্ডার আরানগুইজ চিলিকে এগিয়ে দেন। চার মিনিট বাদে আরেক মিডফিল্ডার ফুয়েনজালিদা ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় চিলি।
প্রথমার্ধের পর আকাশ ভেঙে নেমে আসে তুমুল বৃষ্টি। মাঠ পানিতে একাকার হয়ে যায়। শুরু হয় প্রচণ্ড বজ্রপাত। ফলে খেলা বন্ধ থাকে ৪৫ মিনিটেরও বেশি সময়। বৃষ্টি থামার পর খেলা শুরু হলে আরও বড় দুর্ভোগ নেমে আসে কলম্বিয়া শিবিরে। হালকা একটা ফাউলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কার্লোস সানচেজ। বাকিটা সময়ে দশজনের দল নিয়ে আর পেরে ওঠেনি তারা।
২০১৫ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চিলি শিরোপা জয় করে।
বুধবার স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে লিওনেল মেসির দল। লাভেস্সির প্রথম গোলে অবদান রাখার পর প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন মেসি। দ্বিতীয়ার্ধের দুই গোলে বড় জয়ে ফাইনালে যাওয়া নিশ্চিত করেন ফর্মে থাকা আরেক ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন।
১৯৯৩ সালে কোপা আমেরিকায় সেরা হয়েছিল আর্জেন্টিনা। এরপর বড় কোনো আসরের শিরোপা জিততে পারেনি দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
Leave a Reply