Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কোথাও নেই ইন্দিরার নাম, রাহুল-প্রিয়াঙ্কার ক্ষোভ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বাংলাদেশের মহান বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপনের সময় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম এড়িয়ে যাওয়া হয়েছে। ‘বিদ্বেষবাদী’ বিজেপি সরকার ইতিহাস থেকে তার নাম মুছে ফেলতেই এমনটা করেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এর আগে রাহুল গান্ধীও উত্তরাখণ্ডে এক বক্তৃতায় একইভাবে নিন্দা করেছিলেন। তিনি বলেছিলেন, দিল্লিতে বাংলাদেশের যুদ্ধ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর নাম উল্লেখ ছিল না। যে নারী এই দেশের জন্য ৩২টি বুলেট খেয়েছিলেন, তার নাম আমন্ত্রণপত্রে ছিল না, কারণ সত্যকে ভয় পায় মোদি সরকার। ১৯৭১ সালে যুদ্ধের সময় ক্ষমতায় কংগ্রেস প্রধান ছিলেন ইন্দিরা। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল। খবর এনডিটিভির।
প্রিয়াঙ্কা এক টুইট বার্তায় বলেন, আমাদের প্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বিদ্বেষবাদী বিজেপি সরকার পঞ্চাশ বছরের বিজয় দিবসের উৎসব অনুষ্ঠান থেকে বাদ দিয়েছে। এটি সেই দিন যেদিন তার নেতৃত্বে ভারত বিজয়ের নেতৃত্ব দিয়েছিল আর বাংলাদেশকে স্বাধীন করেছিল। নরেন্দ্র মোদি জি… নারীরা আপনার নোংরামি বিশ্বাস করে না। আপনার পৃষ্ঠপোষকতামূলক মনোভাব অগ্রহণযোগ্য। এখন সময় এসেছে নারীদের তাদের প্রাপ্য দেওয়া শুরু করেন- বলেন প্রিয়াঙ্কা।
টুইটের সঙ্গে প্রিয়াঙ্কা চারটি সাদাকালো ছবি পোস্ট করেছেন। যার মধ্যে একটি ছবিতে ইন্দিরা গান্ধী একজন আহত সৈনিকের সঙ্গে ও সশস্ত্র বাহিনীর অফিসারদের সঙ্গে দেখা করেছেন। এ ছাড়া অপর একটি ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাকে দেখা যাচ্ছে।
রাহুল গান্ধীও বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে তার দাদির নাম মোদি সরকার না নেওয়ায় নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ অনুভূতি কেমন তা বোঝানো যাবে না। যে পরিবারগুলো দেশের জন্য ত্যাগ স্বীকার করেনি তারা এটা অনুভব করতে পারবে না।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ভারতের পার্লামেন্টের দুই কক্ষেই যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, সেনাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অপরদিকে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু যোদ্ধাদের অদম্য সাহসের প্রশংসা করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা ছিল অতুলনীয়। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তৎকালীন প্রধানমন্ত্রীর আসনে ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী অসাধারণ ধৈর্য ও সংযমের সঙ্গে বাংলাদেশকে সাহায্য করেছিলেন। পাকিস্তানকে দুই ভাগে বিভক্ত করে, একটি নতুন দেশ হলো বাংলাদেশ ও অপরটি হলো পাকিস্তান। যেখানে ৬৯ শতাংশের বেশি জনসংখ্যা নিয়ে গঠিত করা হলো বাংলাদেশ।
১৯৭১ সালের ৩ ডিসেম্বরে প্রকৃত যুদ্ধ শুরু হয়। ইন্দিরা গান্ধী ২৭ মার্চের প্রথম দিকে লোকসভায় বলেছিলেন, এ রকম একটি গুরুতর মুহূর্তে সরকার হিসেবে আমরা যত কম বলি ততই ভালো।

Exit mobile version