Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কেবল শ্রমিক নেতাই কথা বলতে পারলেন

স্টাফ রিপোর্টার
সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি দেশের শতসেতু উদ্বোধন অনুষ্ঠান শুরু হলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দীর্ঘ বক্তব্য ও প্রামাণ্যচিত্র দেখার পর প্রধানমন্ত্রী বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বক্তব্যের সময় একশ সেতুর নাম বলে সব কয়টি সেতুর উদ্বোধন ঘোষণা করেন। পরে সুনামগঞ্জের সঙ্গে যুক্ত হন তিনি। সঞ্চালক জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে সূচনা করর সময় এ প্রান্তে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, বিভাগীয় কমিশনার, ডিআইজিসহ অন্য বিশিষ্টজনদের উপস্থিত থাকার বিষয়টি তার বক্তব্যে উল্লেখ করেন।
পরে একজন শ্রমিক নেতাকে অনুভূতি ব্যক্ত করার সুযোগ দেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রী একটি নৃত্য দেখেন ও বাউলদের কণ্ঠে একটি গান শুনেন। অন্য কেউ এই অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত বা বক্তব্য দেবার সুযোগ পান নি

Exit mobile version