1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দিরাইয়ে কেন্দ্রীয় সম্পাদকের সামনেই ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

দিরাইয়ে কেন্দ্রীয় সম্পাদকের সামনেই ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতি

  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৪৩১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইনের উপস্থিতিতে নির্বাচনী পথসভায় ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিরাই বাজারের সেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তার নৌকা প্রতীকের সমর্থনে দিরাই উপজেলা ও কলেজ ছাত্রলীগ উপজেলা সদরের সেন মার্কেটের সামনে পথসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। বেলা দেড়টায় বক্তব্য শুরু করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তা। তিনি দুই মিনিট বক্তব্য দেয়ার পর জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ সভাস্থলের সামনে অবস্থান করা রফিক আহমদ চৌধুরী’র এক অনুসারীকে সরে যাবার কথা বলেন। এতে প্রতিবাদ করেন সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা। কথা কাটাকাটির একপর্যায়ে সভাস্থলের চেয়ার নিয়ে শুরু হয় দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে জয়া সেনগুপ্তা বক্তব্য অসমাপ্ত রেখেই সভাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণের জন্য সভার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এসময় পথসভায় আসা অন্য নেতাকর্মীরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে দিরাই থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনায় পথচারীসহ ৫ জন আহত হয়।
পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মুহিবুর রহমান মানিক এমপি, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল। পরে দিনভর বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন নির্বাচনী এলাকায় পথসভা, গণসংযোগ করেন।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিরাই আসার খবরে জেলার নেতারা বুধবার রাত থেকেই প্রস্তুতি নিতে থাকেন। বৃহস্পতিবার সকাল থেকেই সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বলয়ের নেতা-কর্মীরা সিলেট-দিরাই সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। এস.এম. জাকির হোসাইন দিরাই আসার পথে তার সঙ্গে দুই নেতার অনুসারীরা যোগ দেন। দিরাই যাবার পর নিজেদের অবস্থান দেখাতে গিয়ে দুই গ্রুপের অনুসারীরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে যান। এসময় অনেকটা অসহায় অবস্থায় দেখা যায় জেলা থেকে যাওয়া আ.লীগ নেতৃবৃন্দকে। পরে দিরাইয়ের নেতারা জেলা ছাত্রলীগ নেতা-কর্মীদের নিবৃত করলে অবস্থার পরিবর্তন হয়।
অন্যদিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী এই ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
নামপ্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রলীগের এক নেতা বলেন, সদ্য সাবেকদের জন্য আমরা বার বার সমালোচিত হচ্ছি। কমিটির বিলুপ্ত করার পরও তাদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। কেন্দ্রীয় নেতার সামনে বিবাদে জড়িয়ে আমাদের লজ্জায় ফেলা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী বলেন, এই ঘটনা আমাদের সংগঠনের ভাবর্মূতি ক্ষুণœ করেছে।
সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ বলেন, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি রফিক আহমেদসহ তার অনুসারীদের সাথে দক্ষিণ সুনামগঞ্জ ছাত্রলীগ নেতা রয়েল আহমদের অনুসারীদের ধাক্কাধাক্কি হয়। পরে আমি গিয়ে তাদের উভয়পক্ষকে নিবৃত করি। পরে সভার কাজ শুরু হয়। পরবর্তীতে আমরা নৌকার পক্ষে একসঙ্গেই গণসংযোগ করেছি।
এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com