আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:- যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগ কেন্ট শাখার দ্বিবার্ষিক সম্মেলন কেন্টের ওভাল ব্রাসারী রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্টের বিশিষ্ট ব্যবসায়ী আনছার মিয়া। যুক্তরাজ্য শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের আহবায়ক শামীম আহমদ।
প্রধান অতিথি আলতাফুর রহমান মোজাহিদ তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্য শ্রমিকলীগ গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকে কেন্ট শ্রমিকলীগের কমিটি গঠনের মাধ্যমে এটাই প্রমাণিত হয় শ্রমিকলীগ যুক্তরাজ্যে অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের অত্যন্ত প্রভাবশালী সদস্য সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিয়া আখতার হোসেন ছানু, যুক্তরাজ্য শ্রমিকলীগের সদস্য সচিব এম ইকবাল হোসেন, যুক্তরাজ্য আওয়ামী তরুণলীগের সভাপতি ও যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহমদ।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক অরোক চৌধুরী, শামসুল হক চৌধুরী , শ্রমিকলীগ নেতা গিয়াস উদ্দিন ,মোর্শেদ আলী, স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি আহবাব মিয়া ,এনামুল হক, আন্তজাতিক সম্পাদক রুহেল আহমদ, সালেহ আহমদ, আতাউর রহমান ,আশক আলী ,গউছ আলী, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, লন্ডন মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড.আনিসুর রহমান আনিস, সাউথ লন্ডন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউসুফ সেলিম , ওসমানী নগর আওয়ামীলীগ নেতা শাহজাহান আলী , কেন্ট শ্রমিকলীগ নেতা নুরুল হক নুর আলী , আওলাদ আলী , সাবেক চেয়ারম্যান মন্জুরুল ইসলাম ,সাদাত হোসেন সেলিম , আলিফর উদ্দিন , সলিসিটার জয়নুল ইসলাম ,আব্দুস শহিদ, আবদুল খালেক,জামাল আহমদ,রুহেল আহমদ চৌধুরী ,আবু সুফিয়ান,বাসুল মিয়া , আলিমুর রেজা, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম জামাল প্রমূখ।
সম্মেলনে দ্বিতীয় পর্বে অনুষ্টিত হয় কাউন্সিল অধিবেশন । যুক্তরাজ্য শ্রমিকলীগের আহবায়ক শামীম আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব এম ইকবাল হোসেনের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে আনছার মিয়াকে সভাপতি, নুরুল হক নুর মিয়া কে সিনিয়র সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা সাদাত হোসেন সায়েম কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কেন্ট শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়।