Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কেউ তারে আজো চিনেনা || আব্দুল মতিন

 

রোদের ভেতরের ছায়া নেমে এলে কুশিয়ারার গালে পড়ে প্রশান্তির টোল।
অস্থিত্বের মানচিত্রে কুলবালার সাথে গেয়ে উঠে রাধারমন! তবু লোকালয় জুড়ে এতো নিরবতা ! মানবশূন্য পাড় পাহারা দেয় ফুলে উঠা অগুনিত কালের ঢেউ ।
ভাটির কন্যার স্বপ্নের পুরুষের কষ্ট টানে বৈঠায় একা মাঝি।

আকাশ জুড়ে নির্বাক নৃত্যে কে জেগে
উঠে আমার মাঝে? এতদিন কেন তুমি দাওনি
সাড়া?

অনেক দিন পর আমি প্রাণ ভরে খুঁজি তারে,যার জন্য এলোমেলো এতো পথচলা।
আকাশে মেঘের সংসার কালো হয়ে উঠে আমার বেদনায়।
সোনালীর হলুদ সাজ এনে দেয় অচেনা মায়াবিনী সুখ।
সূর্য সাঁতার কাটে জল ভরা নদীতে,অস্তে বিদায় নিবে, তাই এতো তাড়া!
দিগন্তে প্রেয়সী অপেক্ষায় রয়েছে বসে
কেউ তারে আজো জানেনা। আজো চিনেনা।

কবি: আব্দুল মতিন
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, শাহজালালাল মহাবিদ্যালয়, জগন্নাথপুর,সুনামগঞ্জ ও সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ ২০১৭।

Exit mobile version