সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতক উপজেলায় কৃষক আব্দুস সালাম হত্যা মামলায় একজনকে যাজ্জীবন করাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেল ১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রনয় কুমার দাস এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আব্দুস ছোবহান (৪৬) জেলার ছাতক উপজেলার রহমত গ্রামের মৃত রায়ফান আলীর ছেলে। আদালত সূত্র জানায়,১৯৯৯ সালের ৭ ফেব্রƒযারী সকাল ১০টায় একই গ্রামের রাশিদ আলীর ছেলে কৃষক আব্দুস সালামকে কাঠ ক্রয় করার কথা বলে বাড়ি থেকে ঢেকে নিয়ে যায় আব্দুস সোবহান। পরে বিকাল ৪ টায় খুনী সোবহান বাড়িতে গিয়ে সালামের ভাই মোঃ আব্দুর রুউফকে জানায় তাদের উপর ডাকাতদল হামলা করেছে। খবর পেয়ে সালামের ভাই ঘটনাস্থলে গিয়ে দেখেন সালামের মৃতদেহ পড়ে আছে। এ ঘটনায় আব্দুর রউফ বাদী হয়ে খুনী সোবহানসহ ৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় হত্যা মামলা রুজু করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ শুধুমাত্র সোবহানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। শুনানী শেষে আদালত অভিযোগ প্রমানিত হওয়ায় আব্দুস সোবহানকে যাবজ্জীবন করাদন্ড,৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় বাকী ৫ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়। রাস্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক পিপি এডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া ও আসামীপক্ষে এডভোকেট আফতাব উদ্দিন মামলাটি পরিচালনা করেন।