জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কুয়েতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তারা হলেন- চট্টগ্রামের মো. আলাউদ্দিন, কুমিল্লার আবু বকর সিদ্দিক ও মাহমুদুর আলম।
কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আবদালী-জাহারা সড়কে গত সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
শ্রমিকদের বহনকারী গাড়িটির সঙ্গে একটি লড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।
এসময় দুর্ঘটনা কবলিত গাড়িটিতে ১৯জন বাংলাদেশি শ্রমিক ছিলেন, তারা সবাই মারাফি কুয়েতিয়া নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত।
আহতদের মধ্যে দু`জন এখনও আইসিইউতে এবং ৭জন জাহারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
Leave a Reply