স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা কমিটির সভায় দাবি জানিয়েছেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজমুদ্দিন।
গতকাল মঙ্গলবার (২৫ ডিসেম্বর)উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ দাবি জানান। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি বরকত উল্যার সভাপতিত্বে এতে বক্তব্য দেন জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমীন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল,কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া,পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজমুদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী,মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার অরুপ রায় প্রমুখ॥
সভায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা কমিটির সভায় দাবি জানানো হয়। এছাড়াও সম্প্রতি উপজেলার ছিলাউরা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে বিপুল ক্ষতি সাধিত হলেও ফায়ার সার্ভিস না যাওয়ায় ক্ষোভ প্রকাশ ও উপজেলার বাগময়না গ্রামে বিধবা পরিবারের রাস্তা জোরপূর্বক দেওয়াল নির্মাণ করে বন্ধ করে দেওয়ায় চলাচলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।