Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কুয়েটের সব ভবনে শিক্ষার্থীদের তালা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনসহ সব ভবনে তালা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।

উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবি পূরণের জন্য বুধবার দুপুর একটা পর্যন্ত বেধে দেওয়া সময় পার হওয়ার পর তালা লাগিয়ে দেন তারা ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, দুপুর একটা পর্যন্ত আমাদের আল্টিমেটাম ছিল। কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। তাই আমরা অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন, বিভিন্ন একাডেমিক ভবন ও বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছি আমরা।

এদিকে, পাঁচ দফা দাবিতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এই চিকিৎসাকেন্দ্রের দোতলায় চিকিৎসাধীন রয়েছেন ভিসি মুহাম্মদ মাছুদ। মঙ্গলবার রাতে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তিনি সেখানে রয়েছেন।

সুত্র আমার দেশ

Exit mobile version