কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ ও সিলেট কিডনী ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বার্ষিক কনভেনশন এবং কিডনী রোগ বিষয়ে ২দিন ব্যাপী সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারে নেফ্রোলজী ও ইউরোলজীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশী-বিদেশী চিকিৎসকগণ উপস্থিত থাকবেন। ১লা ফেব্র“য়ারী সিলেট কিডনী ফাউন্ডেশনে বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখবেন
প্রফেসর হারুন-উর-রশীদ, প্রফেসর মুহিবুর রহমান, প্রফেসর জিয়াউদ্দিন আহমদ
ও প্রফেসর সারওয়ার ইকবাল। ঐ দিন সন্ধ্যা ৭টায় হোটেল রোজভিউতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ২রা ফেব্র“য়ারী হোটেল রোজ ভিউ এর সেমিনার হলে দিনব্যাপী সকাল ৯টা থেকে বিকেল ৪টায় পর্যন্ত কিডনী রোগ সম্বন্ধীয় ও
সায়েন্টিফিক সেমিনার চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডায়াবেটিক
এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি প্রফেসর একে আজাদ খান, বিশেষ অতিথি থাকবেন
বিএমএ এর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী এবং সভাপতিত্ব করবেন কিডনী
ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর হারুন-উর-রশীদ ।
সায়েন্টিফিক সেমিনার ৩টি অধিবেশনে অনুষ্ঠিত হবে। ১ম অধিবেশনে সভাপতিত্ব করবেন ওসমানী মেডিকেল কলেজ এসোসিয়েট প্রফেসর ডা. আলমগীর চৌধুরী ও এসিস্ট্যান্ট প্রফেসর ডা. ধ্র“ব দাস, বক্তব্য রাখবেন প্রফেসর মুহিবুর
রহমান, প্রফেসর জিয়াউদ্দিন আহমদ এবং প্রফেসর হারুন-উর-রশিদ। ২য় অধিবেশনে সভাপতিত্ব করবেন প্রফেসর প্রমোদ রঞ্জন সিংহ ও এসোসিয়েট প্রফেসর ডা. শফিকুল ইসলাম। বক্তব্য রাখবেন প্রফেসর মোহাম্মদ সাদুজ্জামান চৌধুরী ও
প্রফেসর সারওয়ার ইকবাল। ৩য় অধিবেশন-এ সভাপতিত্ব করবেন সিলেট মেডিক্যাল
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মুর্শেদ আহমদ চৌধুরী। অধিবেশনে সিলেট হেলথ কেয়ার কনসোর্টিয়াম বিষয়ে গোল টেবিল আলোচনায় অংশ নেবেন প্রফেসর একে আজাদ খান, প্রফেসর জিয়া উদ্দিন আহমেদ (আমেরিকা), প্রফেসর মোহাম্মদ
আলী প্রতিষ্ঠাতা সভাপতি লিভার ফাউন্ডেশন বাংলাদেশ, প্রফেসর খালেদ মহসিন, হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ প্রমুখ।
উক্ত সায়েন্টিফিক সেমিনার অধিবেশনে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply