Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কিউবায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দ্বীপরাষ্ট্র কিউবায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ জন মারা গেছেন। হেলিকপ্টারটি হোলহগুইন প্রদেশ থেকে গুয়ানতানামো প্রদেশে যাওয়ার পথে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতির বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার হেলিকপ্টারটি গন্তব্যের উদ্দেশে রওয়ান হওয়ার পর পাহাড়ে ধাক্কা লেগে বিধ্বস্ত হলে পাঁচ আরোহীর সবাই নিহত হন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানালেও  তাতে এ নিয়ে আর কোনো বিস্তারিত তথ্য এবং হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃতদের পরিচয় জানানো হয়নি।

কিউবায় সবশেষ ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছিল ২০১৮ সালে মে মাসে। হাভানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই একটি বিমান বিধ্বস্ত হয়ে ১১২ জন নিহত হন। ভাগ্যক্রমে শুধু একজন যাত্রী বেঁচে গিয়েছিলেন।

পরে এ নিয়ে দেশটির সরকার একটি তদন্ত কমিশন গঠন করে। তদন্দ শেষে জানা যায়, বিমানের ওজন এবং মধ্যাকর্ষণ কেন্দ্রের ত্রুটির কারণেই যাত্রীবাহী ওই বিমানটি বিধ্বস্ত হয়েছিল।

এর আগে ২০১৭ সালের এপ্রিলের পশ্চিমাঞ্চলের আর্টেমিসার পার্বত্য এলাকায় রাশিয়ার তৈরি একটি বিমান দুর্ঘটনায় কিউবার সামরিক বাহিনীর আজ জন্য সদস্য মারা গিয়েছিলেন।

Exit mobile version