Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কারী শিল্পের সমস্যা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিবিসিএর লিখিত প্রস্তাব

যুক্তরাজ্য প্রতিনিধি:: ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার এসোসিয়েশন বিবিসিএর উদ্দোগে কারী শিল্পের সংকট নিয়ে চলমান বিভিন্ন কমসূচীর অংশ হিসেবে ব্রিটিশ পালার্মেন্টের এমপি ও অলপাটি কারী গ্রপের চেয়ারম্যান পল স্কেলি এমপির সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে হাউজ অব পালার্মেন্টের কমিটি রুমে।

সোমবার ২৩ নভেম্বর সকালে বিবিসিএর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের প্রেসিডেন্ট প্রবীণ ক্যাটারার ইয়াফর আলী। এতে আরো অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম, সিনিয়র সহ-সভাপতি হিরন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলার সেলিম চৌধুরী, সহ-সভাপতি শাহরিয়ার আহমদ সুমন, মোহাম্মদ মজনু, মেম্বারশীপ সেক্রেটারী এনামুল খান সেলিম,সহ প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী সুলতান বাবর।

মতবিনিময় কালে বিবিসিএর নেতৃবৃন্ধ বলেন, ব্রিটিশ কারী শিল্প অতীতের সকল সময়ের চেয়ে খারাপ সময় পার করছে। সরকারের নতুন নতুন ইমিগ্রেশন নীতির কারণে এ শিল্প হুমকির সম্মখীন। স্টাফ সংকটে প্রতিনিয়ত রেষ্টুরেন্ট বন্ধ হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ব্রিটিশ জাতীয় অথনীতিতে অচিরেই মারাত্মক প্রভাব পড়বে। বিবিসিএর নেতৃবৃন্ধ কারী শিল্পকে বাচাতে কারী গ্রপের চেয়ারম্যান হিসেবে সরকরের যথাযত কতৃপক্ষকে এ ব্যাপীরে কার্যকর পদক্ষেপ গ্রহনের আহবান জানিয়েছেন। অন্যথায় যুক্তরাজ্যের অথনীতি এবং কর্মসংস্থান বিরাট ক্ষতির সম্মখীন হবে বলে বিবিসিএর নেতৃবৃন্ধ হুশিয়ারী উচ্চারণ করেন। সভায় কারী শিল্পের সমস্যা নিয়ে পল স্কেলি এমপির হাতে লিখত প্রস্তাব তুলে দেন আয়োজকরা।

Exit mobile version