জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে আগামী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জামায়াত। শনিবার রাতে সংগঠনের পক্ষে কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এম আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।বিবৃতি বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।শনিবার রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।