স্টাফ রিপোর্টার – সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গণমানুষের নেতা বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এক শোক বার্তায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন,বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেট বাসীর সুখ দুঃখের সারথি। তাঁর মৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সিলেট তথা জাতীয় রাজনীতিতে শুন্যতার সৃষ্টি করবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে কাজ করে গেছেন। একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গঠনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক হিসেবে তাঁর ত্যাগ রাজনীতিতে দৃষ্টান্ত স্হাপন করেছে।সিলেটের মানুষের ভালোবাসা নিয়ে বার বার জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে অনেক উন্নয়ন করে গেছেন যা সিলেটবাসী কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। তিনি প্রয়াতের রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply