জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কানাডার টরন্টোতে বসবাসকারী বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
সৌমিক আসগর নামের ২০ বছর বয়সী ওই যুবককে রোববার ভোরের দিকে হত্যা করা হয়। খবর সিবিসি নিউজের
পুলিশ আরও জানায়, ভোরের দিকে নর্থ ইয়র্কের ব্লু হেভেন এলাকায় গুলির শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাড়ির ড্রাইভিং সিটে সৌমিককে মৃত অবস্থায় পায়।
পুলিশ প্রথমে ধারণা করে, গুলির ঘটনার সময় ওই গাড়িতে আরও ছিলেন। কিন্তু অনুসন্ধানের পর তারা সেই ধারণা বাতিল করে দেয়।
সৌমিক হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি টরন্টো পুলিশ।
Leave a Reply