জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: তুরস্ক সামরিক দল পাঠানোর পর এবার কাতারে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে আমেরিকা। দেশটির সঙ্গে সামরিক মহড়ার জন্য এ যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে কাতার নিউজ এজেন্সি (কিউএনএ)।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে সন্ত্রাসীদের শীর্ষ অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করার মাত্র এক দিন পর সেদেশে যুদ্ধ জাহাজ পৌঁছালো।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে এফ-১৫ জঙ্গি বিমান কেনার জন্য যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে ১২ বিলিয়ন ডলারের একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে কিউএনএ।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ আল আতিয়াহ ও যুক্তরাষ্ট্রের জিম ম্যাটিস এর মধ্যে ওয়াশিংটন সিটিতে ওই চুক্তি স্বাক্ষর হয়।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কাতারের বিপক্ষে অবস্থান নেয়ায় কাতারে যুদ্ধ জাহাজ পাঠানোর উদ্দেশ্য পরিষ্কার নয় বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি।
কাতারে আগে থেকেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে। যেখানে দেশটির প্রায় ১১ হাজার সৈন্য অবস্থান করছে।