1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
কাটাতারে আটকে গেল যুবকের প্রেম - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
৩১ ডিসেম্বর প্রকাশ হবে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ এবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক হলেন জগন্নাথপুরের সন্তান সামী জগন্নাথপুরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ জগন্নাথপুরে নলুয়া হাউজিং এস্টেট লিমিটেডের পরিচালনা পরিষদের কমিটি পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে : সারজিস আলম আগামী ১৬ ডিসেম্বরের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে: উপদেষ্টা আসিফ নজরুল উত্তর গাজার শেষ হাসপাতালটি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা জগন্নাথপুরে নলজুর হোল্ডিংস কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হিংসা-বিদ্বেষ যে কারণে ক্ষতিকর শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

কাটাতারে আটকে গেল যুবকের প্রেম

  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ২৮৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভালোবাসা মানে না জাত-বেজাত। এই কথাটি আবারও প্রমাণ করল ভারতের পাঞ্জাব রাজ্যের যুবক মানিন্দর সিং (২৩) এবং বাংলাদেশের ঢাকার মেয়ে ইভা আক্তারের (১৮) ভালোবাসা। প্রেমের টানে ভারতের পাঞ্জাব থেকে ঢাকায় চলে আসেন যুবক মানন্দির সিং। তার মনের মানুষকে নিয়ে ঘর বাঁধবে এমন স্বপ্নে ব্রাক্ষণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা দিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জওয়ানদের হাতে। আইনের মারপ্যাচে পড়ে যুবকটিকে ফেরত পাঠানো হলো ভারতে।

রোববার দুপুর ১২টার দিকে আখাউড়া স্থলবন্দর সীমান্ত পথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ এবং ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) ও পুলিশ বাহিনীর কাছে মানিন্দর সিংকে তুলে দেয়া হয়। অপরদিকে ইভাকে তুলে দেয়া হলো তার মা মুন্নি ইসলামের কাছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের পাঞ্জাব রাজ্যের লুদিয়ানা সিটিখান্নার যুবক মানিন্দ সিং এবং বাংলাদেশের ঢাকা আশুলিয়ার এক কলেজ পড়ুয়া সুন্দরী যুবতী ইভা আক্তারের ফেসবুকে পরিচয়, অত:পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছর তারা চুটিয়ে প্রেম করার পর ১১ ডিসেম্বর প্রেমের টানে বিমানযোগে ইভার কাছে ঢাকায় চলে আসে পাসপোর্টধারি ভারতীয় যুবক মানিন্দর সিং। ওঠেন ঢাকার আবাসিক হোটেল ভিক্টোরিয়ায়। সেখানে দু’জনের দেখা হয়। তারা বিয়ে করে সুখে সংসার শুরু করবেন সিদ্ধান্ত নিয়ে ১২ ডিসেম্বর পালিয়ে আখাউড়া স্থলবন্দর সীমান্তে চলে আসেন। কিন্তু মানিন্দর সিং-এর পাসপোর্ট ভিসা থাকলেও প্রেমিকা ইভা আক্তারের কোনো বৈধ কাগজপত্র (পাসপোর্ট বা ভিসা) ছিল না। পরে দালালের সহযোগিতায় আখাউড়া সীমান্ত দিয়ে পালাতে না পেরে কসবা উপজেলার চন্ডিদ্বার সীমান্ত পথে কাঁটাতারের বেড়া অতিক্রমের সময় বাঁধসাধে বেরসিক বিজিবি সদস্যের টহলদল।বিজিবি দু’জনকে আটক করে শনিবার সন্ধ্যায় কসবা থানা পুলিশে সোপর্দ করে। পরে ইভা আক্তারের মা মুন্নি ইসলাম খবর পেয়ে ইভাকে নিয়ে যায়। ভারতীয় যুবক মানিন্দর সিং একজন শিল্পী। সে পাঞ্জাবের সিটিখান্না লুদিয়ানার নরেন্দ্র সিং- এর ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে কসবা সদর বিজিবি ক্যাম্প কমান্ডার মো. আমিনূর রহমান এবং কসবা থানার এসআই মো. আশ্রাফ উদ্দিন বলেন, ভারতের পাঞ্জাব রাজ্যের যুবক মানিন্দর সিং বৈধভাবে বাংলাদেশে আসে। তার পাসপোর্ট ও ভিসা থাকায় তার নিরাপত্তার বিবেচনায় আখাউড়া স্থলবন্দর সীমান্ত পথে রাজ্যের আরতলার স্থলবন্দর বিএসএফ ও পুলিশ কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com