Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কাজ করব, কাজের সুফল ভোগ করব, এটাই শেষ কথা: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মাথা নুয়ে চলার দিন শেষ। কাজ করব, কাজের সুফল ভোগ করব, এটাই শেষ কথা। প্রশংসা বন্ধ করে যথা সময়ে যথাযথ কাজ করতে প্রকল্প বাস্তবায়ন পরীবিক্ষন ও মূল্যায়ন বিভাগের কর্মকর্তাদের প্রতি আহব্বান করছি।

মঙ্গলবার ২০২০-২০২১ অর্থবছরে নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরীবিক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত এক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন।

সুত্র-মানবজমিন

তিনি বলেন, যে টাকা দিয়ে উন্নয়ন কাজ হচ্ছে টাকাটা আমার নয়, সরকারের পকেটের টাকা নয়। এই টাকা জনগণের টাকা। জনগণ আমাদেরকে টাকাটা দিয়ে নিজেরা না খেয়ে, আধপেটা খেয়ে গ্রামে বসে আছে। অথচ আমাদেরকে সুবিধাজনক একটা সিস্টেম দিয়েছে, খাবার-দাবার দিয়েছে। তারা আশা করে আমরা আমাদের দায়িত্ব পালন করব।
অনুষ্ঠানে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং অতিরিক্ত সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান তাদের বক্তব্যে মন্ত্রীর প্রশংসা করেন।

Exit mobile version