সিলেট সংবাদদাতা- সিলেট মহানগরীর ৫নং ওয়ার্ডে বড়বাজার সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় কাউন্সিলর রেজওয়ান আহমদ।
শনিবার দুপুরে বড়বাজার সড়কের প্রধান প্রবেশপথ থেকে শুরু হয় মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান। এ অভিযান আগামী সোমবার পর্যন্ত চলবে।
অভিযানকালে কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, সমাজকল্যাণ সংস্থার এই কার্যক্রম এলাকায় প্রশংসা কুড়িয়েছে। যুব সমাজকে এ ধরনের কাজে এগিয়ে আসতে হবে। নিজের এলাকার পরিস্কার পরিচ্ছন্নতায় নগরবাসীকেও সচেতন হতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বড়বাজার সমাজকল্যাণ সংস্থার সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, নিজাম উদ্দিন, মোসাদ্দিক রহমান, বাচ্চু মিয়া, সোলেমান আহমদ, শহীদ আহমদ, লিমন আহমদ, বাছিত আহমদ, জিএম খান, রায়হান আহমদ, ফয়সল আহমদ প্রমুখ।
অভিযানে বড়বাজার বোস্টফুল ভলান্টিয়ার গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্