1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
কলেরা মহামারী ইয়েমেনে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

কলেরা মহামারী ইয়েমেনে

  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৩৫৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আধুনিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কলেরা মহামারীতে পড়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। মার্চে সেখানে কলেরা ছড়িয়ে পড়ার পর এ রোগে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩ লাখ ৬০ হাজার মানুষ। এটা সাম্প্রতিক সময়ের যেকোনো দেশের রেকর্ড ছাড়িয়ে গেছে। বেলুনে ফুঁ দিলে যেভাবে তা বিস্তৃত হয়, ইয়েমেনে কলেরার প্রাদুর্ভাব সেরকম রূপ নিয়েছে। একদিকে যুদ্ধ, দুর্ভিক্ষ, রাষ্ট্রটি ‘কলাপস’ করার পথে, অন্যদিকে কলেরা। সব মিলে ইয়েমেনে এখন ভয়াবহ এক মানবিক সঙ্কট চলছে। এ বিষয়ে শুক্রবার অক্সফাম সতর্ক করেছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, ২০১১ সালে হাইতিতে কলেরায় আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৪০ হাজার ৩শত ১১ জন। কিন্তু ইয়েমেনে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এরই মধ্যে সেখানে কলেরায় মারা গেছে কমপক্ষে ২ হাজার মানুষ। কলেরার জীবাণুযুক্ত খাবার ও পানি পান করার ফলে মানুষ ভয়াবহভাবে আক্রান্ত হচ্ছে। যারা এভাবে আক্রান্ত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ মাসের শুরুর দিকে বলেছে তার মধ্যে অর্ধেকের বেশি শিশু। তাদের বয়স ১৫ বছরের নিচে। এ ছাড়া যারা মারা যাচ্ছে তাদের এক চতুর্থাংশ এই বয়সসীমার। দেশটির ২২টি প্রদেশে এ রোগ নিয়ে মেডিকেল স্টাফরা এখন গলদঘর্ম। তবে কিছু এলাকায় কলেরার দ্রুত বিস্তার ঘটলেও তা এখন কিছুটা কমেছে। অন্যদিকে সবচেয়ে আক্রান্ত এলাকাগুলোতে আরো দ্রুতগতিতে বিস্তার ঘটছে। অক্সফাম সতর্ক করে বলেছে, এই বর্ষা মৌসুমে এ পরিস্থিতির আরো অবনতি হতে পারে। ইয়েমেনে প্রকৃত অবস্থা সরেজমিন দেখে ফিরেছেন অক্সফামের মানবিকতা বিষয়ক পরিচালক নিল টিমিস। তিনি বিবৃতিতে বলেছেন, এটা এক ভয়াবহ সঙ্কট। এ জন্য প্রয়োজন বিরাট মাপের পদক্ষেপ। এখন পর্যন্ত সরকারের ডোনাররা যে পরিমাণ অর্থ সরবরাজ করেছেন তা উত্তম সেবার জন্য যথেষ্ট নয়। চাহিদা যতটুকু পাওয়া যাচ্ছে তার অর্ধেকেরও কম। কলেরার চিকিৎসা সহজ ও প্রতিরোধযোগ্য হলেও ইয়েমেনে তা সম্ভব হচ্ছে না। বিশেষ করে এ রোগ থামাতে প্রয়োজন যথাযথ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। কিন্তু যুদ্ধ শুরুর দুই বছরেরও বেশি সময় পরে ইয়েমেনের স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ার অবস্থায়। ইয়েমেনে যেসব মেডিকেল স্টোর আছে তার মধ্যে অর্ধেকেরও কম এখন কার্যকর। দেশটিতে এক কোটি ৪৫ লাখ মানুষ নিয়মিত পরিষ্কার পানি পায় না। অনেক প্রদেশে স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশনের কর্মীদের বেতান দেয়া হয় না অনেক মাস। এসব কারণে সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাজকে কঠিন করে তুলেছে। উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদির অনুরোধে রাজধানী সানা’য় নিয়ন্ত্রণে রাখা শিয়া হুতি বিদ্রোহীদের ওপর বোমা হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও তার আঞ্চলিক অংশীদার। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ হাজার মানুষ। সেখানে খাদ্য ও ওষুধ আমদানি আটকে দিতে ইয়েমেনের বিমান ও সমুদ্র বন্দরগুলো কার্যত বন্ধ করে দিয়েছে রিয়াদ। এরই মধ্যে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। এ জন্য তাদের কড়া সমালোচনা করেছে বৃটেন সহ পশ্চিমা সরকারগুলো। মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো বলছে, আমদানি করা এসব অস্ত্র ইয়েমেন যুদ্ধে ব্যবহার করবে সৌদি আরব। ওদিকে ইয়েমেনকে একটি পুরোপুরি ব্যর্থ রাষ্ট্র হওয়া থেকে রক্ষা করতে ২১০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। কিন্তু এপ্রিলে জেনেভায় সহায়তা বিষয়ক সম্মেলনে এর মাত্র অর্ধেক দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দাতা সরকারগুলো।
সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com