সুহেল হাসান কলকলিয়া থেকে:; জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জাতিয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ আলম রিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়েক আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি কামাল হোসেন,ফয়ছল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল হাসান,জুবায়ের হোসেন,কোষাধ্যক্ষ রিংকু দেব,ছাত্রলীগ নেতা সুজন মিয়া,জুনেদ আহমদ,আক্তার উদ্দিন,তোফায়েল আহমদ,রায়হান হোসেন,নাজমুল হক,সায়েক,শিপু,জুবেল,সিপু,লিকসন, মাসুদ আক্তার,সামির,মামুন,অজয়,আমিন,সালমান,জিলাদ প্রমুখ।
Leave a Reply