কলকলিয়া ইউনিয়ন প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ ভবনে অগ্নিসংযোগের ঘটনায় সোমবার রাতে থানায় মামলায় দায়ের করা হয়েছে। ইউপি সদস্য বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
রোববার গভীর রাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিমের কার্য্যালয়ের প্রধান দরজায় দূর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এ সময় ইউনিয়ন পরিষদের নৈশ প্রহরী লেবু মিয়া শোর-চিৎকার শুরু করলে দূবৃর্ত্তরা পালিয়ে যায়। ততক্ষনে দরজার কিছু অংশ আগুনে পুড়ে যায়। নৈশ প্রহরী পুলিশকে জানিয়েছেন, আব্দুল মুকিত নামে এক ব্যক্তি পরিষদে আগুন লাগে তিনি দেখেছেন। সঙ্গে অপর আরেক জন ছিল। তিনি তাকে চিনতে পারেন নি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য তারা মিয়া বাদি হয়ে আটপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মুকিতকে প্রধান আসামী করে থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞানামা আরো ৭/৮ জন কে আসামী করা হয়েছে। পুলিশ আসামী গ্রেফতারে অভিযান চালিয়েছে।