সুহেল হাসান কলকলিয়া থেকে:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ১৫ দিন ব্যাপী নারীদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে নারীদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মতিন। বিজনেস ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল এর ম্যানেজার গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রশিক্ষক আরিফুর রহমান, আলী শেখ, কলকলিয়া বাজার সেক্রেটারী কাওছার মিয়া প্রমূখ। প্রশিক্ষণে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ২০ জন নারী অংশ গ্রহন করেন। পরে প্রশিক্ষণনার্থীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply