আজহারুল হক ভূঁইয়া শিশু ও সুহেল হাসান:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নির্বাচনী প্রচারনা জমে উঠেছে। ইউনিয়নের হাটবাজার হোটেল রেস্তুরা ঘর বাড়ি উঠান বৈঠকে এখন চলছে হিসেবে নিকেষ। নির্বাচনে ৪জন চেয়ারম্যান প্রার্থী অংশ নিলেও বর্তমানে আলোচনায় রয়েছেন তিন প্রার্থী। এই তিন জন হলেন, আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দে দীপাল,সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাশিম ও বিএনপি প্রার্থী রফিক মিয়া। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে প্রার্থী সমর্থকরা ততই মরিয়া হয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। আওয়ামীলীগের দূর্গ হিসেবে পরিচিত এ ইউনিয়নে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় আওয়ামীলীগ সর্মথিত প্রার্থী দ্বীপক কান্তি দে দীপাল এর পাল্লা দিনে দিনে ভারি হচ্ছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, নানা কারণে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সুবিধাজনক অবস্থানে থাকায় মুল প্রতিদ্বন্ধীতায় রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে তার সাথে প্রতিদ্বন্ধীতায় আসবে বিএনপির প্রার্থী রফিক মিয়া না স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাশিম। এই দুই যুক্তরাজ্য প্রবাসী প্রার্থী নির্বাচনে টাকা বিতরনী প্রতিযোগীতায় জড়াতে পারেন বলে গুঞ্জন রয়েছে। যে বেশী টাকা খরচ করতে পারবেন তিনিই শেষদিকে আওয়ামীলীগ প্রার্থী নৌকার সাথে প্রতিদ্বন্ধীতায় চলে আসতে পারেন। তবে মুল প্রতিদ্বন্ধীতাকারী তিন প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বীপক কান্তি দে দীপাল ৫টি ওয়ার্ডের একক প্রার্থী হিসেবে ইতিমধ্যে আঞ্চলিকতার জোয়ারে অনেকটা সুবিধাজনক অবস্থানে আছেন। যদিও একই ওয়ার্ডে একজন প্রার্থী রয়েছেন যার জনপ্রিয়তা শুন্যর কোঠায়। এছাড়াও এ ইউনিয়নে আওয়ামীলীগ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংক রয়েছে উল্লেখ করার মতো। যে কারণে নির্বাচনী বৈতরনী পাড় হতে তার সম্ভাবনাই উজ্জ্বল বলে মনে করছেন সচেতন ভোটাররা। তাদের মতে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ভোট প্রদানে ভূমিকা রাখলে তাঁর বিজয় রোধ করা সম্ভব নয়। এছাড়াও ক্ষমতাসীন দল আওয়ামীলীগের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তাকে নৌকা প্রতীকে ভোট দিতে আওয়ামীলীগের নেতারা প্রতিদিন জোর প্রচারনা চালাচ্ছেন। যেসব কারণে তিনি অনেকটা এগিয়ে রয়েছেন। অপরদিকে বিএনপি প্রার্থী রফিক মিয়া যুক্তরাজ্যে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও স্থানীয় নেতাকর্মীদের সাথে তার কোন সুসম্পক নেই। তিনি ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের একজন ট্রাস্টি হিসেবে পরিচিত। তাঁর চাচাত্বো ভাই জামায়াত নেতা সাজ্জাদুর রহমান গত ৫ বছর ধরে ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। দায়িত্বকালীন সময়ে ভোটারদের সাথে ভাল ব্যবহার না করা এবার নির্বাচনে অন্যতম অন্তরায় হিসেবে কাজ করছে। তবে গুঞ্জন রয়েছে প্রচুর অর্থবৃত্তের মালিক এই প্রার্থীর ভরসা একটাই টাকা বিতরণ করে নির্বাচনী বৈতরনী পাড় হওয়া। যদি এবার টাকা বিতরনের বিষয়টি ভোটাররা ভালভাবে দেখছেন না। একই গ্রামে জাতীয় পার্টি থেকে আরেকজন প্রতিদ্বন্ধীতায় আসায় তিনি অনেকটা বেকায়দায় রয়েছেন। অপর প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল হাশিম শক্তিশালী প্রা্থী হিসেবে মাঠে রয়েছেন। দলীয় প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করে কত সময় ঠিকতে পারবেন এনিয়ে রয়েছে সন্দেহ। তিনি যদি তাঁর বর্তমান অবস্থান ধরে রাখতে পারেন তাহলে মুল প্রতিদ্বন্ধীতায় থাকবেন তিনি। অন্যতায় নৌকা ও ধানের শীষের লড়াই হয়ে যেতে পারে কলকলিয়া ইউনিয়নে। প্রায় ২০ হাজার ভোটার ও নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত কলকলিয়া ইউনিয়নে এবার নির্বাচনে দলীয় প্রতীক ও আঞ্চলিকতা কাজ করছে। নির্বাচনে সাধারণ সদস্য পদে ৯ ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ৯০ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হয়েছেন ৩০জন। কে হচ্ছেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের কান্ডারি তাঁর জন্য অপেক্ষা করতে হবে ২৮ মে রাত অবধি। নির্বাচনে অংশ নেয়া অপর প্রার্থীরা হলেন জাপা নেতা যুক্তরাজ্য প্রবাসী গয়াস মিয়া (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সাজিদুর রহমান(আনারস)। আগামী কাল পড়ুন পাটলী ইউনিয়নের খবর