Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কলকলিয়া আ,লীগ সেক্রেটারির দীপাল বাবু স্মরণে আ,লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে এর বাবা জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দিপালের মৃত্যুতে শনিবার বিকেলে কলকলিয়া বাজারে স্মরনসভা আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাষ্টার এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,প্রধান বক্তার বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের সভাপতি প্রয়াত আওয়ামী লীগ নেতার জ্যেষ্ট সন্তান দীপঙ্কর কান্তি দে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রয়াত আওয়ামী লীগ নেতার ভাই ‌সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুনামগঞ্জ খবরে সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে,কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুর রহমান,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,উপজেলা আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম,আওয়ামী লীগ নেতা চৈইল মিয়া,নুরুল হক, বশির মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, জেলা যুবলীগের সাবেক সদস্য আলাল হোসেন রানা , ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন,ছালিক মিয়া দিলোয়ার হোসেন, সুন্দর আলী,ছমির উদ্দিন, নিখিল পাল,ঈশ্বাদ আলী,আছিম উল্যাহ,ফয়জুল ইসলাম, জিতেন্দ্র কুমার নাথ,কুতুবউদ্দিন মাষ্টার, উপজেলা যুবলীগ নেতা রাধেশ দেবনাথ, শাহ আলম,আব্দুল আহাদ,রেজাউল হক রেজু,কামরুল বক্স,শাহ কামাল হোসেন লিলু,শিপু মিয়া,শিপন মিয়া,দিলু বক্স,সাবেক মহানগর ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লায়েক আহমদ,সাধারণ সম্পাদক রাজ শেখর বৈদ্য প্রমুখ সভায় বক্তারা বলেন,তৃণমূলের রাজনীতির অন্তপ্রাণ রাজনীতিবীদ সফল সংগঠক দিপক কান্তি দে দীপাল এর অকাল মৃত্যুতে কলকলিয়া ইউনিয়নবাসী শোকাহত।তাঁর মতো ক্ষনজন্মা রাজনৈতিক কর্মীর শুন্যতা অপূরনীয়। সভায় স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর উপস্থিতিতে স্মরণ সভা করার জন্য উপজেলা আওয়ামী লীগের সাথে সমন্বয় করে দিনক্ষণ ঠিক করা ও প্রয়াতের স্মৃতি রক্ষার্থে স্মৃতিসম্ভ নির্মাণের প্রস্তাব করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক কৃপেন্দ্র রঞ্জন দে,প্রয়াতের ভাই
উপজেলার প্রাথমিক শিক্ষক প্রতিনিধি রুপক কান্তি দে,ছেলে দোলন দেসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।

Exit mobile version