স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদর রহমান (৭৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসের জনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
জগন্নাথপুরের আটপাড়া গ্রামের বাসিন্দা মরহুম সাজ্জাদুর রহমান বেশ দিন ধরেই পরিবারের লোকজনের সঙ্গে যুক্তরাজ্য বসবাস করছিলেন।
গত ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাজাদ্দুর রহামন নির্বাচিত হয়েছিলেন। তিনি হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা করেছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কলকলিয়া পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া জানান, আমেরিকায় তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
এদিকে সাবেক ইউপি চেৎারম্যনের মৃত্যু স্থানীয় সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ জগন্নাথপুরের বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ শোক প্রকাশ করেছেন।